শুক্রবার, জুন ২০, ২০২৫

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান আটক

শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান আটক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মিজানুর রহমান সুধা সদনের বাসায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। বুধবার রাতে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে আটক করে নিউমার্কেট থানা পুলিশের কাছে  সোপর্দ করে।

ওসি বলেন, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে ।