শুক্রবার, জুন ২০, ২০২৫

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার নয় বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর

অবৈধ অনুপ্রবেশের অভিযোগে গ্রেফতার নয় বাংলাদেশি নাগরিককে বিজিবির নিকট হস্তান্তর

ভারত থেকে কাজ করে দেশে ফিরে আসার সময় বর্ডার সিকিউরিটি  ফোর্স (বিএসএফ) এর হাতে আটক ৯ বাংলাদেশি শ্রমিককে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)'র নিকট হস্তান্তর করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১ টায় দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবির অধিনায়ক লে.কর্নেল. মঈন আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, অবৈধ ভাবে ভারতে যাতায়াতের সময় ৯ জন বাংলাদেশি শ্রমিককে বিএসএফ আটক করে। বিজিবির স্থানীয় ক্যাম্প বিষয়টি অবগত হলে বিজিবির ব্যাটালিয়ন কমান্ডারকে অবহিত করেন। তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার রায়গঞ্জ ৯১ বিএসএফ ব্যাটালিয়নের সাথে কথা বলে তাদের আটক করা ৯ জন বাংলাদেশি শ্রমিককে ফেরত দেওয়ার প্রস্তাব দেয়। বিজিবি’র প্রস্তাবে রাজি হয়ে স্থানীয় বিরল উপজেলা সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে গতকাল শুক্রবার রাত ৯ টা থেকে রাত সাড়ে ১০ পর্যন্ত এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্তে আটক ৯ বাংলাদেশি শ্রমিককে বিএসএফ আনুষ্ঠানিকভাবে বিজিবির নিকট হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, গতকাল শুক্রবার রাত সাড়ে ১১ টায় আটককৃত ৯ জনকে জেলার বিরল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। 

জেলার বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস সবুর গতকাল শুক্রবার রাত ১২ টায় বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গ্রেফতারকৃত ৯ জনকে আজ শনিবার দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। বিচারক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের আদেশ দেবেন।

আটককৃতরা হলেন, দিনাজপুরের বিরল উপজেলার নগরবাড়ী গ্রামের মৃত খোকা মোহাম্মদের পুত্র মতিউর রহমান (৪৫),একই উপজেলার মানিকপাড়া গ্রামের মৃত: আশরাফ আলীর পুত্র রফিকুল ইসলাম (৩৮), রতনুর গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র সামিউল ইসলাম (৩৫), ওকড়া গ্রামের মনছুর আলীর পুত্র নুরজামাল (৪০), জেলার বোচাগঞ্জ উপজেলার বড় সুলতানপুর গ্রামের আইয়ুব আলীর পুত্র রমজান আলী (২৩), মোবারকপুর গ্রামের মাজেদ আলীর পুত্র আরমান আলী (২৫) ও তার ছোট ভাই কাজল ইসলাম (২০), গোপালপুর গ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র  নাঈম হোসেন (২৩) এবং সাহাজুল ইসলামের পুত্র  রিপন ইসলাম (২৭)। 

পুলিশের সাথে কথা বলে জানা যায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভারতের শিল্প কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করতে বাংলাদেশ থেকে অবৈধভাবে তারা ভারতে গিয়েছিল বলে জানা গেছে। ভারত ও পাকিস্তানের উদ্ভূত পরিস্থিতির কারণে আবার তারা দালালের মাধ্যমে অবৈধ ভাবে বাংলাদেশে ফিরছিল। গতকাল শুক্রবার দুপুরে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার ৯১ বিএসএফ কালিয়াগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। পরে বিষয়টি বিজিবিকে জানায়।