বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

উদ্ভট দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

উদ্ভট দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

কয়েকদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে লেজেগোবরে পাকিয়ে ফেলা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দুর্বল পারফরম্যান্সের জন্য জেট ল্যাগকে দায়ী করেছেন তিনি।  বিতর্কের আগে একাধিক স্থানে ভ্রমণের কারণে পারফরম্যান্স দুর্বল হয়েছে। ক্লান্তিতে মঞ্চে তিনি প্রায় ঘুমিয়েই পড়ছিলেন। 

এবার অসংলগ্ন কথা বলে নিজেই নিজের ওপর প্রশ্ন তুলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে আদৌ তিনি আসন্ন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার যোগ্য কি না, তা নিয়ে নতুন করে আলোচনা, বিতর্ক শুরু হয়ে গেল তার দলের মধ্যেই। 

রিপোর্ট অনুযায়ী, এক ইন্টারভিউতে বাইডেন বলেন- আমেরিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্টের সঙ্গে কাজ করা প্রথম কৃষ্ণাঙ্গ নারী আমিই। 

খুব সম্ভবত তিনি ওবামা শাসন আমলে তার ভাইস প্রেসিডেন্ট থাকার কথাটির সঙ্গে কমলা হ্যারিসের ভাইস প্রেসিডেন্ট হওয়াকে গুলিয়ে এই ভুলটি করেন।  

এর আগে আগে সিএনএন আয়োজিত প্রেসিডেন্ট নির্বাচনি বিতর্কে ‘ডাহা ফেল’ করেছিলেন জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে বারবার কথা জড়িয়েছিল বর্তমান প্রেসিডেন্টের। এই আবহে তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস পরবর্তী নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে। 

রিপোর্ট অনুযায়ী, বাইডেনকে সরে দাঁড়ানোর জন্যে দাবি জানিয়েছেন ডেমোক্র্যাটদেরই অনেকে। তবে বাইডেন জানিয়েছেন, তিনি পুননির্বাচনে দাঁড়াবেন। তিনি আশাবাদী, তিনিই এই ভোটে জিতবেন। এদিকে বিতর্কের বিপর্যয়ের পরে বাইডেনের পাশেই দাঁড়িয়েছেন কমলা। এদিকে তার ভাবমূর্তির ওপর যে দাগ লেগেছে, তা মুছতে আগামী কয়েকদিনকে কাজে লাগাতে হবে বাইডেনের।