কিছুদিন আগে ক্যাটরিনা কাইফের প্রেগন্যান্সির খবর দিয়ে তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। যদিও প্রথমে অভিনেত্রীর টিম, ও পরে স্বামী ভিকি কৌশল সব খবর উড়িয়ে দেন। তবে এবার ক্যাট আলোচনায় এলেন মেডিক্যাল হেলথ রিসোর্টে ছুটি কাটানো নিয়ে। সব ঠিক আছে তো?
গত ১৬ জুলাই নিজের ৪১তম জন্মদিন উদযাপনের কয়েকদিন পরেই নতুন একগুচ্ছ ছবি প্রকাশ করলেন অভিনেত্রী। বৃহস্পতিবার শেয়ার করা সেই পোস্টে তাকে অস্ট্রিয়ার একটি ‘পুরষ্কারপ্রাপ্ত মেডিকেল হেলথ রিসোর্টে’ দেখা গেল। শান্ত পরিবেশে, নিরিবিলিতে সময় কাটানোর কয়েকটি বিশেষ মুহূর্ত উঠে এল ক্যাটরিনার ছবির মাধ্যমে। সেখানকার জিভে জল আনা খাবারেরও দেখা পাওয়া গেল একটি ছবিতে। আবার অন্য একটি ছবিতে মন কাড়ল অভিনেত্রীর প্রাণ খোলা হাসি।
ক্যাটরিনা সম্প্রতি ভিকি কৌশলের সঙ্গে ইউরোপে ঘিয়েছিলেন ছুটি কাটাতে। তবে অস্ট্রিয়ার এই রিসোর্টে ভিকি বউয়ের সঙ্গে ছিল কি না, তা স্পষ্ট নয়। তারিখবিহীন ছবিগুলির সঙ্গে অভিনেত্রী লিখলেন, ‘এখানে থাকার সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার হল, এটি সবকিছু থেকে এক মুহুর্তের জন্য বিরতি দেয় এবং সবচেয়ে শান্তিপূর্ণ জায়গায় প্রবেশ করতে দেয়, হ্রদের চারপাশের বনের মধ্যে প্রতিদিনের হাঁটা অবর্ণনীয়, অবিশ্বাস্য শান্তি এবং প্রশান্তির মুহূর্ত। পুরো দল এবং সমস্ত কর্মী এবং এত চমকপ্রদ থেরাপিস্টদের দেখভাল, গোটা অভিজ্ঞতা সত্যিই অবিশাস্যকর ছিল। নিশ্চয়ই আবার আসব।’
ক্যাটরিনার পোস্টে অভিনেতা অর্জুন কাপুর মন্তব্য করেছেন, ‘অবশেষে কেউ ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছে... সাবাস ক্যাটরিনা!!’ এক ভক্ত লিখেছেন, ‘এত সুন্দর জায়গা’। আরেকজন লিখেছেন, ‘খুব ভালো লাগছে’। একজন ভক্ত আরও লিখেছেন, ‘আপনি কি বিশ্বাস করতে পারেন যে তিনি ৪১, ওকে দেখে বোঝারই কোনো উপায় নেই।’