সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

পাকিস্তানে গণবিবাহ...

পাকিস্তানে গণবিবাহ...

১২২ জন হিন্দু দম্পতি যাদের নিজেদের বিয়ের অর্থ জোগাড় করার সামর্থ্য ছিল না, তাদেরই বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছে মুসলিম অধ্যুষিত দেশ পাকিস্তানে।

জানুয়ারির ৭ তারিখে দেশটির করাচি শহরের দক্ষিণে এই গণবিবাহ আয়োজনের প্রধান কারণ ছিল দারিদ্র্য এবং নিপীড়নকে শক্তভাবে প্রতিহত করা।

গতবছরের ডিসেম্বরে আফগানিস্তানের রাজধানী কাবুলে একইভাবে গণবিবাহ অনুষ্ঠানের মাধ্যমে ৫০টি গরীব দম্পত্তির বিয়ে সম্পন্ন হয়েছিল। ঐতিহ্যবাহী লাল বেনারসি পরিহিত ২৫ বছর বয়সী কনে কল্পনা দেবী বলেন, "আমি এখানে বিয়ে করছি কারণ আমার পরিবার গরীব। তাদের পক্ষে বিয়ের আয়োজনে টাকা খরচ করা সম্ভব না।"

দরিদ্রতার পাশাপাশি এইরকম একটি বিশেষ দিন আরো অনেক কনের সাথে ভাগাভাগি করে নেওয়ার পরও কল্পনার উৎসাহের কোন কমতি নেই। তিনি বলেন, "আমি আশা করি সবাই যাতে এইখানে বিয়ে করতে পারে।"