ঈদ উপলক্ষ্যে এই মুহূর্তে একে-অপরকে নানান উপহারসামগ্রী দিচ্ছেন আপনজনরা। ঠিক তেমনি এক ‘উপলক্ষ্য’ সামনে রেখে নোভাক জোকোভিচকে যেন ‘উপহার’ দিলেন লিওনেল মেসি।
আজ রাতে মায়ামি ওপেনের ফাইনাল খেলতে নামার আগে সার্বিয়ান তারকাকে নিজের গোল উৎসর্গ করেছেন মেসি। শুধু গোলই উৎসর্গ করে থামেননি, সঙ্গে জোকোভিচের শক্তিশালী ফোরহ্যান্ড শটও উদযাপন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক।
সকালে মেজর লিগ সকারের ম্যাচ খেলতে নেমে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে দারুণ এক গোল করেছেন মেসি। সেটিও বদলি হয়ে মাঠে নামার দুই মিনিটের মাথায়। ৫৭ মিনিটে তার করা গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। পরে ২-১ গোলের জয়ে সতীর্থদের সঙ্গে হাসিমুখে মাঠ ছাড়েন তিনি।