বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

মিমি চক্রবর্তী হতে পারেন ডোনা গঙ্গোপাধ্যায়!

মিমি চক্রবর্তী হতে পারেন ডোনা গঙ্গোপাধ্যায়!

চুপিসারে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্রের কাজ চলছে, এবং চিত্রনাট্য তৈরির কাজ প্রায় শেষের দিকে। অভিনেতা নির্বাচন পর্বের কাজও জোরকদমে এগোচ্ছে।

 

বলিউড অভিনেতা রাজকুমার রাও সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনীচিত্রে ‘দাদা’র চরিত্রে অভিনয় করবেন। পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে এই ছবির দায়িত্বে আছেন, এবং সৌরভ নিজেও রাজকুমারের উপর ভরসা করছেন। জানা গেছে, রাজকুমার নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন এবং ইতিমধ্যেই তাঁর একটি লুক সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। তবে, অনেকেই দাবি করছেন যে, এই লুকটি কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি করা হয়েছে।

 

আরও একটি গুঞ্জন শোনা যাচ্ছে, তা হলো, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন না তৃপ্তি ডিমরি। তৃপ্তি সৌরভ-ঘরনির চেহারার সঙ্গে একেবারেই মেলেন না, এবং তাই অভিনেতা নির্বাচক মুকেশ ছাবড়া নাকি বাংলার প্রথম সারির নায়িকাকে এই চরিত্রের জন্য বাছাই করবেন।