বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫

ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন

ক্ষমতাচ্যুত হলেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন

দেশে বিপর্যয়কর সামরিক আইন জারির দায়ে শুক্রবার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে পদচ্যুতির রায় দিয়েছেন দেশটির সর্বোচ্চ আদালত। এই রায়ের ফলে দেশটিতে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নতুন নির্বাচন আয়োজনের বাধ্যবাধকতা তৈরি হলো।

 

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

 

৬৪ বছর বয়সী ইউন গত বছর ৩ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেন। বেসামরিক শাসনব্যবস্থা ভেঙে ফেলার প্রচেষ্টার দায়ে তাকে অভিশংসন করে দেশটির পার্লামেন্ট। অভিশংসন চেষ্টায় আইন প্রণেতাদের বাধা দিতে পার্লামেন্টে সশস্ত্র সেনা মোতায়েন করেন ইউন।

 

পরে অভিশংসিত হওয়ার পর ইউনকে প্রেসিডেন্টের পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। বিদ্রোহের অভিযোগে একটি পৃথক ফৌজদারি মামলায় ইউনকে গ্রেপ্তারও করা হয়।