সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

ছয় বছর পর 

বিয়ের আইন লঙ্ঘনে অভিযুক্ত ইমরান খান

বিয়ের আইন লঙ্ঘনে অভিযুক্ত ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে অভিযুক্ত করেছে দেশটির একটি আদালত। ইমরান খান কারাবন্দি রয়েছেন। 

এতে বলা হয়েছে, আগের স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর বুশরা বিবি ইদ্দত পালন না করেই ইমরানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন, যা মুসলিম রীতি তথা ইসলামী শরীয়াহ পরিপন্থী।

তালাকের পর তিন মাস পর্যন্ত অন্য কাউকে বিয়ে না করা। এই সময়কে ইদ্দত বলে। 

অবশ্য ইমরান ও বুশরা উভয়ই এ অভিযোগ অস্বীকার করেছেন। 

গত বছরের এপ্রিলে মুহম্মদ হানিফ নামে এক ব্যক্তি ইমরান ও বুশরার বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দেন। পরে ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মাদ আজম খান মামলাটি দেওয়ানি আদালতের বিচারকের কাছে স্থানান্তর করেন। সেই সঙ্গে এই বিয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা একটি নালিশি মামলা অগ্রহণযোগ্য বলে দেওয়া দেওয়ানি আদালতের এক রায় খারিজ করে দেন।