সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

গাজায় একদিনে প্রাণ গেল ১৬৫ ফিলিস্তিনির

গাজায় একদিনে প্রাণ গেল ১৬৫ ফিলিস্তিনির

ইসরাইলের বর্বরোচিত হামলায় গত ২৪ ঘণ্টায় ১৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় ২৮০ জন আহত হয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ২৪ হাজার ৯২৭ জন ফিলিস্তিনি নিহত ও ৬২ হাজার ৩৮৮ জন আহত হয়েছেন।

এদিকে শনিবার সকাল থেকে ইসরাইলের বোমা হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ১৮ জন। গাজায় অবস্থানরত সাংবাদিকরা এ তথ্য দিয়েছেন। তারা জানান, গাজার আল-আমাল, খান ইউনিসসহ বিভিন্ন জায়গায় হামলা করেছে ইসরাইল।

এদিকে পশ্চিম তীর থেকে রাতারাতি আরও ২২ ফিলিস্তিনিকে আটক করে নিয়ে গেছে ইসরাইলি পুলিশ। প্যালেস্টাইন প্রিজোনার্স ক্লাবের তথ্যমতে, এ পর্যন্ত ফিলিস্তিনি আটকের সংখ্যা ৬ হাজার ১১৫ জন।