সোমবার, ডিসেম্বর ১, ২০২৫

খান ইউনুসে তুমুল লড়াই করছে হামাস

খান ইউনুসে তুমুল লড়াই করছে হামাস

গাজার একটি শহর খান ইউনুস। এই শহরের পশ্চিম, দক্ষিণ এবং পূর্বদিকে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে তীব্র যুদ্ধ হচ্ছে ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের। 

ইসরাইলের হামলা থেকে রক্ষা পেতে নিজেরাই প্রতিরোধ দেয়াল গড়ে তুলেছেন হামাস সদস্যরা। যুদ্ধ পর্যবেক্ষকরা বলছেন, তিনটি ফ্রন্টে ইসরাইলি সেনাদের মুখোমুখি অবস্থান নিয়েছে হামাস। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। 

এদিকে খান ইউনুসে নাসের হাসপাতালের চত্বরে স্টাফরা কবর খুঁড়ছেন। কারণ, ওই হাসপাতালে কেউ প্রবেশ করতে বা বের হতে পারছেন না। সেখানে হামলায় বিপুল পরিমাণ মানুষ নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে। খান ইউনুসে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘ পরিচালিত একটি প্রশিক্ষণ কেন্দ্রে ইসরাইল বোমা হামলা করেছে। তাতে নিহত হয়েছেন কমপক্ষে ৯ জন।

এর নিন্দা জানিয়েছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক এজেন্সি।

দক্ষিণ গাজায় খান ইউনুসের কাছে এক কিলোমিটারের মধ্যে থাকা ৬৭ ভাগ ভবন ধ্বংস করে দিয়েছে ইসরাইলিরা। এতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের সম্পর্কে আরও টান ধরতে পারে। কারণ, বার বার যুক্তরাষ্ট্র ইসরাইলকে সতর্ক করেছে। তারা বলেছে, গাজার ভিতরে যেকোনো ভূখণ্ডগত আগ্রাসনের বিরুদ্ধে তারা।