টিভি পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তিনি সময় সুযোগ পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন। দেশে বিদেশে ঘুরতে তার ভালো লাগে। বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়ে সেখানকার ছবি তুলে তা আবার ভক্তদের মাঝে শেয়ারও করেন এই অভিনেত্রী।
সম্প্রতি এই অভিনেত্রীকে দেখা গেল হাতির শুঁড়ের মধ্যে। তবে তিনি ঠিক কোথায় গিয়েছেন, তা স্পষ্ট করেননি। শুধু হাতির সঙ্গে কয়েকটি ছবি তুলে প্রকাশ করেছেন। সেইসঙ্গে জানিয়েছেন নিজের উত্তেজনার কথা।
নিজের ফেসবুক পেজে হাতির সঙ্গে তোলা বেশ কয়েকটি ছবি প্রকাশ করে সাফা লিখেছেন, ‘আমার উত্তেজনাটা দেখুন। আমি তাদের সঙ্গে দেখা করে খুব খুশি ছিলাম এবং তাদের আলিঙ্গন ছিল ম্যাজিকাল।’
সাফা আরও লিখেছেন, ‘আমি শুনেছি হাতি নাকি শক্তি, ক্ষমতার প্রতীক। হাতিদের এই আলিঙ্গন সত্যিই শক্তি এবং সমবেদনার প্রতীক। এই আলিঙ্গনের মুহুর্তটি আপনার ভালোবাসা এবং উপলব্ধি দেখানোর একটি উপযুক্ত উপায় হতে পারে।’
