বৃহস্পতিবার, জানুয়ারী ১৫, ২০২৬

রাশমিকা-বিজয়ের বাগদান কবে

রাশমিকা-বিজয়ের বাগদান কবে

ভারতের দক্ষিণী অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন পুরনো খবর। দীর্ঘদিন ধরেই দুজন চুটিয়ে প্রেম করে বেড়িয়েছেন। নেটিজেনদের চোখ ফাঁকি দিয়ে ঘুরে বেড়িয়েছেন দুজনে।

তবে এবার ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, আগামী ফেব্রুয়ারিতে আংটি বদল করতে যাচ্ছেন এই দুই অভিনয়শিল্পী। নিউজ ১৮ তেলেগুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে তাদের বাগদানের ঘোষণা আসবে।

তবে রাশমিকা মান্দানা কিংবা বিজয় দেবেরাকোন্ডা কেউই এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

সম্প্রতি হায়দ্রাবাদে বিজয় দেবেরাকোন্ডার বাড়িতে দিওয়ালি উদযাপন করেছেন ‘অ্যানিমেল’ অভিনেত্রী রাশমিকা। এ ছাড়া 'গীতগোবিন্দম' এবং 'ডিয়ার কমরেড' এই দুটি সিনেমায় জুটি হয়ে অভিনয় করেন বিজয়-রাশমিকা।

রাশমিকা বর্তমানে আল্লু অর্জুনের 'পুষ্পা: দ্য রুল'-এর শুটিং করছেন। এছাড়াও তার অভিনীত 'রেইনবো', 'দ্য গার্লফ্রেন্ড' এবং 'চাভা' প্রোডাকশনের বিভিন্ন পর্যায়ে রয়েছে।

অন্যদিকে পরশুরাম পেটলার 'ফ্যামিলি স্টার' এবং পরিচালক গৌতম তিনানুরির 'ভিডি ১২' এর কাজ করছেন বিজয়।