সোমবার, অক্টোবর ৭, ২০২৪

বিয়ের পিঁড়িতে বসছেন ৩৭ বছর বয়সী সোনাক্ষী

বিয়ের পিঁড়িতে বসছেন ৩৭ বছর বয়সী সোনাক্ষী

অভিনেতা জহির ইকবালের সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ে। ২৩ জুন দুই পরিবারের সদস্যদের নিয়ে মুম্বাইয়ে খুব ব্যক্তিগতভাবে আয়োজিত হবে বিয়ের অনুষ্ঠান।

 

এমন দাবি ভারতের একাধিক প্রভাবশালী গণমাধ্যমের। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, বছরখানেক ধরে লিভ টুগেদার করছিলেন সোনাক্ষী-জহির। অনেক দিন ধরেই তাঁরা চাইছিলেন বিয়ের আনুষ্ঠানিকতা সারতে। অপেক্ষায় ছিলেন, লোকসভা নির্বাচন কবে শেষ হবে! কারণ, সোনাক্ষীর বাবা অভিনেতা শত্রুঘ্ন সিনহা তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন পশ্চিমবঙ্গের আসানসোল কেন্দ্রে। নির্বাচনে জিততেই মেয়ের বিয়ের দিনক্ষণ পাকা করে ফেললেন তিনি।

 

সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি তাঁদের বিয়ের কার্ড ফাঁস হয়েছে। সম্পর্ক নিয়ে এত গুঞ্জন ছিল বলেই হয়তো সোনাক্ষীর বিয়ের কার্ডে লেখা হয়েছে ‘জল্পনা সত্যি হচ্ছে’। ম্যাগাজিনের আদলে ডিজাইন করা সেই কার্ডে বিয়ের স্থান উল্লেখ করা হয়েছে মুম্বাইয়ের অভিজাত এলাকা বান্দ্রার বাস্তিয়ান রেস্তোরাঁ।

 

বছর দুয়েক ধরে সোনাক্ষী-জহিরের প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল মিডিয়ার অন্দরে। কিন্তু বিষয়টি নিয়ে প্রকাশ্যে কখনো কিছু বলেননি তাঁরা।

 

জহির ইকবাল বয়সে সোনাক্ষীর থেকে ২ বছরের ছোট। উইকিপিডিয়া বলছে, সোনাক্ষীর বয়স ৩৭, আর জহিরের ৩৫। সালমান খানের নায়িকা হয়ে ‘দাবাং’ সিনেমা দিয়ে অভিষেক সোনাক্ষীর। জহিরের অভিষেকও সালমানের প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে, ‘নোটবুক’ সিনেমা দিয়ে। ‘ডাবল এক্সএল’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন সোনাক্ষী-জহির।