বিএনপির হরতাল পালনের সময় নিহত নেতা আব্দুর রশীদের পরিবারকে দলের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে। আজ শুক্রবার নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নে আব্দুর রশীদের গ্রামের বাড়িতে এ উপহার তুলে দেন বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক এই সভাপতি টিপু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় একটি বাচ্চাসহ গাভী তুলে দেন নিহত রশীদের পরিবারকে। পরে নিহত আব্দুর রশীদের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়ার পৌর মেয়র মো. শরিফুল ইসলাম (লেলিন) ভাই, আরও উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দয়ারামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.আনছার আলী প্রমুখ।
টিপু বলে, গত বছরের ২৯ অক্টোবর বিএনপির হরতাল পালনকালে আওয়ামী চিহ্নিত সন্ত্রাসীরা আব্দুর রশীদ পিটিয়ে ও ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে রশীদের পরিবারে হাতে ঈদ উপহার তুলে দেওয়া হলো।