সাম্প্রতিক সময়ে ইকুয়েডরে অপরাধী চক্রের সঙ্গে প্রশাসনের সংঘাতে অন্তত ১০ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া চলমান পরিস্থিতিকে 'অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত' বলে অভিহিত করেছেন। বুধবার এই তথ্য জানিয়েছে এএফপি।
সর্বশেষ সংঘাতের ঘটনায় গতকাল মঙ্গলবার একটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার চলাকালে স্টুডিওতে ঢুকে নির্বিচারে গুলি চালান কয়েকজন অজ্ঞাত বন্দুকধারী। তারা টেলিভিশনকর্মীদের হত্যার হুমকিও দেন।
এ ঘটনার জেরে অপরাধীদের 'প্রতিহত' করার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
ইকুয়েডরের সবচেয়ে বড় অবৈধ মাদকচক্রগুলোর অন্যতম 'লস চোনেরোস'। এই দলটির নেতা 'কোকেন সম্রাট' হোসে অ্যাডলফো মাকিয়াস ওরফে 'ফিতো' রোববার কারাগার থেকে পালিয়ে যান। এ ঘটনার পর ইকুয়েডরের অপরাধীচক্রগুলো প্রশাসনের বিরুদ্ধে 'যুদ্ধ' ঘোষণা করে।
এই প্রেক্ষাপটে সোমবার দেশব্যাপী জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেন প্রেসিডেন্ট নোবোয়া।
মঙ্গলবার পুলিশ জানায়, বন্দরনগরী গুয়াইয়াকিলে হামলায় আট জন নিহত ও অপর তিন জন আহত হন। এ ছাড়া দুই পুলিশ কর্মকর্তাকে পার্শ্ববর্তী শহর নোবোলে 'হিংস্রতার সঙ্গে হত্যা করে সশস্ত্র অপরাধীরা'।