রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

দল থেকে ছিটকে গেলেন হেটমায়ার

দল থেকে ছিটকে গেলেন হেটমায়ার

ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ব্যাট রান খরায় দল থেকে বাদ পড়লেন শেমরন হেটমায়ার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি তার। ওয়ানডেতে না থাকলেও টি-টোয়েন্টি দলে আছেন কাইল মেয়ার্স আর জেসন হোল্ডার।

ক্যারিয়ারের শুরুতে আলো ছড়িয়ে এক সময় ওয়েস্ট ইন্ডিজের নিয়মিত মুখ হয়ে যান আগ্রাসী ব্যাটার হেটমায়ার। তবে ফিটনেসজনিত সমস্যার সঙ্গে দলের নিয়ম কানুন না মেনে প্রায়ই আলোচনায় আসতেন তিনি।

বাঁহাতি এই ব্যাটার এর আগে নানা কারণে বাদ পড়লেও এবার তাকে রাখা হয়নি বাজে ফর্মের কারণে। ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজে ওয়ানডেতে ৩২, ০ ও ১২ রান করেন। টি-টোয়েন্টিতে করেন ১ ও ২ রান। গত ১২ ওয়ানডেতে হেটমায়ারের ব্যাটে নেই কোন ফিফটি। টি-টোয়েন্টিতে মাঝে মধ্যে রান পেলেও সেখানেও আছে ধারাবাহিকতার ঘাটতি।

পালাবদলের স্রোতে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে নতুন মুখ টেভিন ইমলাখ ও টেডি বিশপ। আগামী ২ ফেব্রুয়ারি মেলবোর্নে শুরু হবে অস্ট্রেলিয়া- ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। সিরিজের বাকি দুই ম্যাচ ৪ ও ৬ ফেব্রুয়ারি। ৯, ১১ ও ১৩ ফেব্রুয়ারি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।