রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

কেরানীগঞ্জের বহুতল ভবনে আগুন, জীবিত উদ্ধার ৪২

কেরানীগঞ্জের বহুতল ভবনে আগুন, জীবিত উদ্ধার ৪২

রাজধানীর কেরানীগঞ্জের বাবুবাজার এলাকার ১২তলা জামেলা টাওয়ারের নিচতলায় আজ শনিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভবনটি থেকে ৪২ জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় এবং আট মিনিটের মধ্যে, ভোর ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে।

 

কেরানীগঞ্জ, সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে মোট ১৮টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

তবে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।