১৬ বছরের কম বয়সিরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না বলে ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ।
এ বিষয়ে শিগগিরই বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হবে। খবর এএফপি।
আলবেনিজ বলেন, ‘শিশুদের ডিভাইস থেকে সরিয়ে খেলাতে মাঠে পাঠাতে চাই। এ জন্য চলতি বছরেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আইন করা হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যম যেমন-ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকের ব্যবহারের বয়সসীমা কত নির্ধারণ করা হবে, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত গৃহীত হয়নি। তবে এটি ১৪ থেকে ১৬ বছরের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।