রাজা চার্লস তৃতীয় এই সপ্তাহে রাজা হিসেবে অস্ট্রেলিয়ায় তার প্রথম সফর শুরু করেছেন। লন্ডন থেকে এএফপি একথা জানায়।
চার্লস বছরের শুরুতে ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দীর্ঘদিন প্রকাশ্য তৎপরতা থেকে বিরত ছিলেন।
নয় দিনের সফরে চার্লস প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ দেশ সামোয়াতে একটি কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।
উল্লেখ্য, চার্লস অস্ট্রেলিয়ারও রাষ্ট্রপ্রধান।