রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

বাফুফেকে এত টাকা জরিমানা করল ফিফা!

বাফুফেকে এত টাকা জরিমানা করল ফিফা!

নতুন বছরের শুরুতেই জরিমানার ধাক্কায় আর্থিক সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। গত বছর বিশ্বকাপ বাছাইয়ে দর্শকদের উচ্ছৃঙ্খল আচরণের জন্য ফিফা বাফুফেকে জরিমানা করেছে। শুধু দর্শকদের নিয়মভাঙার জন্যই নয়, এক ম্যাচে চার ফুটবলারের সঙ্গে দুই অফিসিয়ালের শৃঙ্খলা ভঙ্গের কারণেও বাফুফের কোষাগার থেকে অর্থ দিতে হবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থাকে।

বিশ্বকাপ বাছাইয়ে মালদ্বীপ এবং লেবাননের বিপক্ষে ম্যাচে দর্শকদের নিয়ন্ত্রণ করতে না পারার জন্য যথাক্রমে ১৪ হাজার এবং ১১ হাজার ২৫০ সুইস ফ্রাঙ্ক জরিমানা করেছে ফিফা। আর মালেতে ১২ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে এক ম্যাচে ছয় কার্ডের কারণে ৫ হাজার সুইস ফ্রাঙ্ক জরিমানা করা হয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে। তিন জরিমানার অঙ্কে বাংলাদেশি মুদ্রায় যা ৩৯ লাখ টাকার মতো।

অতীতেও নানা কারণে জরিমানার কবলে পড়েছিল বাফুফে। তবে একসঙ্গে এত টাকা জরিমানা সম্ভবত এবারই প্রথম। জরিমানা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ের গত অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠিত তিন ম্যাচ নিয়ে। ম্যাচ কমিশনার তাঁর রিপোর্টে তিনটি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তুলেছিলেন। এর মধ্যে দুটি ম্যাচ ঢাকায় এবং আরেকটি মালদ্বীপের মালেতে। ম্যাচ কমিশনারের রিপোর্টটি ফিফার ডিসিপ্লিন কমিটিতে উঠেছিল। সবকিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেই ফিফা ডিসিপ্লিনারি কমিটি জরিমানার এই সিদ্ধান্ত নিয়েছে।