কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের নৌকার সমর্থকরা ভোটের পরই বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। শুক্রবার বিকালে এ আসনের নৌকার প্রার্থী সাবেক সংসদ-সদস্য সেলিমা আহমাদ মেরী অভিযোগ করেন, তার পরাজয়ের পর থেকে নৌকার বহু কর্মী-সমর্থক এখন বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলা-ভাঙচুর, হুমকি-ধমকির কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তিনি জানান, নির্বাচনে নানা অসঙ্গতি ও প্রশাসনের রহস্যজনক নীরবতার কারণে ১৯৫১ ভোটে নৌকা পরাজিত হয়। তবে অভিযোগ অস্বীকার করে স্বতন্ত্র এমপি অধ্যাপক আব্দুল মজিদ বলেন, আমার কোনো কর্মী-সমর্থক এসব ঘটনায় জড়িত নয়। কেউ বিশৃঙ্খলা করলে আইনশৃঙ্খলা বাহিনী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে হোমনা থানার ওসি জয়নাল আবেদীন বলেন, আমি এসব বিষয়ে লিখিত কোনো অভিযোগ পাইনি। এ ধরনের ঘটনায় কেউ জড়িত হলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
