রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

হিম বাতাসে তীব্র শীত, কদিন থাকবে জানা গেল যা

হিম বাতাসে তীব্র শীত, কদিন থাকবে জানা গেল যা

গত কয়েকদিন ধরে অব্যাহতভাবে শুরু হওয়া ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাওয়ায় রংপুর মহানগরীসহ এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। দেখা নেই রোদের। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। বিশেষ করে কষ্টে রয়েছেন শ্রমজীবী ও ছিন্নমূলরা। ঠাণ্ডায় বাড়ছে রোগবালাই।  হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বেড়েই চলছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন খামারিরা।

রংপুর আবহাওয়া অফিসের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, গত কয়েকদিন ধরে উত্তর-পশ্চিম দিক থেকে ধেঁয়ে আসা হিমেল বাতাসের কারণে এ অঞ্চলে শীত বেশি অনুভূত হচ্ছে। তাছাড়া কুয়াশার কারণে সূর্যের তাপ ভূপৃষ্ঠে না পৌঁছায় শীতের তীব্রতা বেড়েছে। আগামী পাঁচদিন এ আবহাওয়া বিরাজ করবে।

জানা গেছে, কয়েকদিন ধরেই রংপুর মহানগরীসহ এ অঞ্চলে তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে গত তিন দিন ধরে দিনের ২৪ ঘণ্টার মধ্যে অধিকাংশ সময়ই আকাশ থাকছে মেঘাচ্ছন্ন। একই সঙ্গে নামছে তুষারের মতো কুয়াশা। সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝরছে। ঘন কুয়াশায় কয়েক হাত দূরের কোনো কিছু দেখা যাচ্ছে না। কুয়াশার কারণে দিনের বেলায় যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। প্রচণ্ড শীতে মানুষ অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। শীতবস্ত্রের অভাবে ছিন্নমূল মানুষের অবস্থা কাহিল। অনেকে খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। শীত নিবারণের জন্য গরম কাপড় কিনতে নিম্ন ও মধ্যআয়ের মানুষ ভিড় করছেন জেলার মার্কেটগুলোতে।