রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

জানাজায় অংশ নিতে গিয়ে ট্রাক চাকায় স্বামী-স্ত্রী নিহত

জানাজায় অংশ নিতে গিয়ে ট্রাক চাকায় স্বামী-স্ত্রী নিহত

গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই দম্পত্তির ছেলে বিসিএস কর্মকর্তা আহত হন। ভাতিজীর জানাজায় অংশ নিতে গ্রামের বাড়ি ফিরছিলেন তারা।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেল সোয়া ৩টায় কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কাচিঘাটা গ্রামের মজিবুর রহমান (৭৫) ও তার স্ত্রী হাবিবা (৬৫)। এ দম্পত্তির ছেলে গাজীপুর সরকারি মহিলা কলেজের পদার্থ বিজ্ঞানের প্রভাষক হাবিবুর রহমান আহত হয়েছেন।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মোহাম্মদ নাসিম এ তথ্য নিশ্চিত করেছেন।

ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সোহেল মোল্লা জানান, মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে হাবিব তার বাবা ও মা কে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে কাচিঘাটা গ্রামে ফিরছিলেন। পথে অটোরিকশাটি কালিয়াকৈর উপজেলার মৌচাক-ফুলবাড়িয়া সড়কের হোসেন মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা হাবিবুর রহমান, মজিবুর রহমান, হাবিবা খাতুন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে হাবিবা খাতুনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হাবিবুর রহমান ও মজিবুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ান পথে মজিবুর রহমান মারা যান।