রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

 প্রকৌশলীর মরদেহ উদ্ধার

 প্রকৌশলীর মরদেহ উদ্ধার

রাজধানীর এক আবাসিক হোটেলের বাথরুম থেকে মো. আব্বাস উদ্দিন (৫০) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ‌‍‍'ক্যাপিটাল' আবাসিক হোটেল থেকে মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তিনি বিআইডব্লিউটিসির প্রকৌশলী। 

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ক্যাপিটাল আবাসিক হোটেলের তৃতীয় তলায় যাই। সেখানে ৩০৪নং রুমের দরজা ভেঙে বাথরুমে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।