রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

ক্রিকেটে মাতলেন ফুটবল সেনসেশন বেলিংহ্যাম

ক্রিকেটে মাতলেন ফুটবল সেনসেশন বেলিংহ্যাম

ইংল্যান্ডের তারকা ফুটবলার জ্যুড বেলিংহ্যাম। ফুটবল মাঠে দ্যুতি ছড়ানো এই তারকা রিয়াল মাদ্রিদে এসেছেন কয়েক মাস আগে। এরই মধ্যে তিনি ক্লাবটির অন্যতম প্রধান তারকা বনে গেছেন। স্প্যানিশ জায়ান্টদের হয়ে চলতি মৌসুমে বেশ কয়েকটি ম্যাচে শেষ মুহূর্তে গোল করে ‘ত্রাতা’ তকমাও পেয়েছেন বেলিংহ্যাম।

বর্তমানে বড়দিন ও বছর শেষের বিরতিতে আছেন প্রায় সব ফুটবলার। এরই ফাঁকে বেলিংহ্যাম ব্যাট-বল হাতেও নিজের প্রতিভা দেখিয়েছেন। পরে তার নেটে ব্যাটিং করার সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও।

সেখানে দেখা যায়, বেশ স্বাচ্ছন্দ্যের সঙ্গে ব্যাটিং করছেন এই ইংলিশ মিডফিল্ডার। শুধু ব্যাটিংই নয়, অনেক জোর নিয়ে ‘পাওয়ার হিটিং’ করছেন তিনি। পেশাদার ক্রিকেটারদের মতোই জ্যুড শট হাঁকাচ্ছিলেন। ওই ভিডিও দেখে মুগ্ধ তার ভক্তরাও। সকলেই মনে করছেন ব্যাট হাতে নামলেও জ্যুড ফুটবলের মতই দারুণ পারফর্ম করবেন। যদিও কিছু নেটিজেনদের পক্ষ থেকে এসেছে কটাক্ষও। তবে অধিকাংশই তার প্রশংসা করেছেন।

মূলত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রথম ওই ভিডিও শেয়ার করেন বেলিংহ্যাম। যেখানে ক্রিসমাসের ছুটি কাটানোর আরও বেশকিছু মুহূর্তও তিনি ভক্তদের জানান দিয়েছেন। যার ক্যাপশনে এই তারকা মিডফিল্ডার লিখেন, ‘ক্রিসমাসের ছুটি খুব দারুণ কেটেছে।’