সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

ড. রেজোয়ান সিদ্দিকী: রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

ড. রেজোয়ান সিদ্দিকী: রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন

বিশিষ্ট সাংবাদিক দৈনিক দিনকালের সম্পাদক ড. রেজোয়ান সিদ্দিকীকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার পূর্বে বক্তব্যে সাংবাদিক নেতৃবৃন্দ মরহুম রেজোয়ান সিদ্দিকীর স্মৃতিচারণ করে বলেন, সজ্জন ও গুণী সাংবাদিক হিসেবে তিনি আজীবন শ্রদ্ধারপাত্র হয়ে থাকবেন।

গতকাল মঙ্গলবার রাত ১১টার কিছু পর রাজধানীর কল্যাণপুরে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রেজোয়ান সিদ্দিকী। তার বয়স হয়েছিল ৭১ বছর। 
 
ড. রেজোয়ান হোসেন সিদ্দিকীর জন্ম ১৯৫৩ সালের ১০ ফেব্রুয়ারি টাঙ্গাঈল জেলার এলাসিন গ্রামে।