ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেলকে জামিন দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালতে আত্মসমপর্ণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে বিচারক তার জামিন মঞ্জুর করেন।
চেক প্রতারণার অভিযোগে এই মামলা হয়।
একই মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাসেলের স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন আদালতে হাজির হননি।
দুই দিন আগে গত সোমবার আদালতে হাজির না হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত রাসেলের ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
