দেশে দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুর রহমান বলেছেন, সব পণ্যেরই উৎপাদন এবং মজুদ পরিস্থিতি স্বাভাবিক। এরপরও মাছ, মাংস এবং ডিমের মূল্য কেন বেশি, এসব কেন মানুষের ক্রয়ক্ষমতার বাইরে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। দ্রব্যমূল্য নিয়ে সরকার উদ্বিগ্ন।
বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা জানান মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।
মন্ত্রী বলেন, কিছু পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তার কারণ অনুসন্ধানে প্রধানমন্ত্রী চেষ্টা করছেন। সেইসঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের উপায় নিয়েও কাজ হচ্ছে। যারা অসৎ ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে।
আব্দুর রহমান আরও বলেন, যারা সিন্ডিকেট করে ডিমসহ বিভিন্ন পণ্যের মূল্য বাড়াচ্ছে, তাদেরকে কোন ছাড় দেয়া হবে না। কোথায় কীভাবে কারসাজি হয় সেটি চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সেইসঙ্গে সিন্ডিকেটের বিরুদ্ধে সবার জনসচেতনতাও বাড়াতে হবে।
