মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ডিএমপির সড়ক নিরাপত্তা বিষয়ক প্রথম ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

ডিএমপির সড়ক নিরাপত্তা বিষয়ক প্রথম ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে ট্রাফিক সেফটি এডুকেশন সেন্টারে (টিএসইসি) শিক্ষকদের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রথম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

ডিএমপি ট্রেনিং একাডেমিতে আয়োজিত প্রশিক্ষণে ঢাকার বিভিন্ন স্কুলের শিক্ষকরা অংশ নেন। ডিএমপি’র সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রশিক্ষণের লক্ষ্য ছিল শিক্ষকদের সড়ক নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান, যাতে তারা শিক্ষার্থীদের মাঝে সচেতনতা ছড়িয়ে দিতে পারেন এবং ভবিষ্যতে দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী গড়ে তুলতে অবদান রাখতে পারেন।

প্রশিক্ষণে ইন্টারেক্টিভ লার্নিং পদ্ধতি ব্যবহার করা হয়। যেখানে সড়ক নিরাপত্তা সিমুলেটর টুলস, ট্রাফিক সাইন, বাস্তব সড়কের ভিডিও এবং হাতে-কলমে কার্যক্রম অন্তর্ভুক্ত ছিল। বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় পথচারী নিরাপত্তা, সাইকেল ও যানবাহন নিরাপত্তা, ট্রাফিক সাইন ও রোড মার্কিং বিষয়ে।

এছাড়াও কুইজ, রোড সাইন স্থাপন কার্যক্রম এবং ট্রাফিক বিপদ চিহ্নিতকরণের মত মডিউল শিক্ষকদের দক্ষতা বাড়াতে সহায়ক হয়েছে।

এই প্রশিক্ষণ ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রকল্পের (ডিআরএসপি) একটি অংশ, যা ডিএমপি ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)-এর যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের লক্ষ্য ঢাকায় ট্রাফিক নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন এবং ডিএমপি’র সক্ষমতা বাড়ানো।

টিএইসি প্রতিষ্ঠার মাধ্যমে ঢাকার তরুণদের মাঝে সড়ক নিরাপত্তা সচেতনতা বাড়ানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে। 

ডিএমপি’র লক্ষ্য রাজধানীর সকল স্কুলে সড়ক নিরাপত্তা শিক্ষা চালু করা, যাতে ভবিষ্যতে নিরাপদ ও দায়িত্বশীল সড়ক ব্যবহারকারী তৈরি হয়।