বাংলাদেশের দাবার তৃতীয় গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার। আন্তর্জাতিক সংস্থায় কর্মরত থাকার কারণে অনিয়মিতভাবে দাবা খেলতে হয় এই গ্র্যান্ডমাস্টারকে। জাতীয় এবং প্রিমিয়ার লিগ ছাড়া তেমন খেলেন না রিফাত। চলমান আন্তর্জাতিক রেটিং দাবায় অবশ্য খেলছেন এই গ্র্যান্ডমাস্টার।
আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে রিফাতের সঙ্গে খেলছেন তার ছেলে শায়ান আরীব রিফাত। মূলত ছেলের জন্যই এই টুর্নামেন্টে খেলা গ্র্যান্ডমাস্টারের, 'সাধারণত এমন টুর্নামেন্টে আমার খেলার সুযোগ হয়ে উঠে না কর্মব্যস্ততার জন্য। ছেলের পরীক্ষা শেষ দাবা টুর্নামেন্ট খেলতে চেয়েছে তাই অনেকটা ওর জন্যও খেলা বলা যায়।' আন্তর্জাতিক রেটিং দাবা টুর্নামেন্টে গ্র্যান্ডমাস্টার থেকে শুরু করে দাবা খেলতে আগ্রহী যে কেউ খেলতে পারেন।
