গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গাড়িটির মালিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাওনা-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কের বদনী ভাঙ্গা পুরাতন বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাফিজুর রহমান মাফিজ মণ্ডল মাওনা ইউনিয়নের শৈলাট গ্রামের গোলাম মাওলার ছেলে। বিষয়টি মাওনা হাইওয়ে থানার ডিউটি অফিসার ও উপপরিদর্শক (এসআই) মো. দাউদ নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাফিজ মণ্ডল সকালে প্রাইভেটকার নিয়ে ঢাকায় বিআরটিতে যাওয়ার পথে বদনী ভাঙ্গা এলাকায় ঘন কুয়াশার কারণে তার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। এসময় তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই প্রাইভেটকারে মাফিজ মণ্ডল ছাড়া আর কেউ ছিলেন কি না তা জানাতে পারেনি পুলিশ।
