সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

বিএনপি নেতা কাইয়ুমকে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

বিএনপি নেতা কাইয়ুমকে ফেরত পাঠাবে না মালয়েশিয়া

আপাতত মালয়েশিয়ায় আটক বিএনপি নেতা এমএ কাইয়ুমকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে না। দেশটির হাইকোর্ট বিএনপি নেতা কাইয়ুমকে ফেরত পাঠানো স্থগিত করেছে। 

বৃহস্পতিবার সকালে আদালত এ আদেশ দেন বলে দেশটির দুই সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস ও মালয়েশিয়া কিনি ডটকম জানিয়েছে।

বিএনপির নেতা এমএ কাইয়ুমকে গত শুক্রবার মালয়েশিয়ায় আটক করা হয়। অবৈধভাবে অবস্থানের কারণে অভিবাসন আইনের আওতায় তাকে আটক করে স্থানীয় আমপাং থানায় নেওয়া হয়।

এমএ কাইয়ুম কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক। তিনি ঢাকা উত্তর বিএনপির সভাপতি ছিলেন।