রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধান নির্বাচন কমিশনার

বরিশালে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধান নির্বাচন কমিশনার

আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষ্যে বরিশাল অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

আজ (শনিবার) সকাল ১০টা থেকে বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে এ সভা শুরু হয়।

মতবিনিময়ে বরিশালের সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা ও থানা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।

বিকেলে সিইসি নগরীর সার্কিট হাউজে ত্রয়োদশ সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশালের বিভাগীয় প্রশাসন ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

মতবিনিময় শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।