বার্সেলোনায় ছয় বছর একসঙ্গে জুটি বেধেছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। এরপর দুজনই হাঁটেন ভিন্ন ভিন্ন গন্তব্যে। তবে আরও একবার তাদের একসঙ্গে দেখার আগ্রহ ছিল ভক্তদের। অবশেষে ইন্টার মায়ামির জার্সিতে মেসি-সুয়ারেজের পুনর্মিলনী ম্যাচ হয়ে গেল আজ (শনিবার) ভোরে। তবে দুজনের নতুন শুরুটা বেশি সুখকর হয়নি। ইন্টার মায়ামি প্রাক-মৌসুমের ম্যাচে এল সালভাদরের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
প্রীতি ম্যাচ হলেও মেসি-সুয়ারেজের পুনর্মিলনী ম্যাচ হওয়ায় দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। ম্যাচজুড়ে তাই তাদের উপস্থিতিও বারবার টের পাওয়া যাচ্ছিল। মেসির পায়ে বল যেতেই যে উল্লাসে ফেটে পড়ছিলেন দর্শকেরা। বিশেষ ম্যাচের শুরুর দুই মিনিটে দুবার বল স্পর্শ করেন মেসি, তাতেই হর্ষধ্বনিতে গ্যালারি মাতিয়েছেন উপস্থিত দর্শকেরা।
তবে আর্জেন্টাইন মহাতারকা ম্যাচটিতে ছিলেন কেবল প্রথমার্ধের ৪৫ মিনিট। মেসিসহ চার মূল আকর্ষণ সুয়ারেজ, সার্জিও বুসকেটস ও জর্দি আলবাকেই দ্বিতীয়ার্ধের শুরুতে তুলে নেওয়া হয়। মূল তারকাদের ছাড়া ফ্লোরিডার ক্লাবটি গোলেরও দেখা পায়নি। প্রথম সুযোগটা অবশ্য এসেছিল মেসির সামনে ৩৫তম মিনিটে। তবে এল সালভাদর গোলরক্ষক দু’বারই তাকে শূন্যহাতে ফিরিয়ে দেন। এছাড়া আলবাও একটি সুযোগ হাতছাড়া করেন। ৪০ মিনিটে ওয়ান অন ওয়ানে গোলরক্ষককে একা পেয়েও ব্যর্থ এই স্প্যানিশ লেফট ব্যাক।
