পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক ও ভারতের টেনিস তারকা সানিয়া মির্জার বিবাহবিচ্ছেদ নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল বেশ কিছু আগে থেকেই। তবে এ নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি। এদিকে শনিবার নতুন বিয়ের খবর দিয়েছেন শোয়েব মালিক। নতুন স্ত্রী সানা জাভেদ।
তবে রবিবার সাবেক স্বামী শোয়েব মালিকের তৃতীয় বিয়ের ২৪ ঘণ্টার মধ্যেই মুখ খুললেন ভারতীয় টেনিস তারকা সানিয়া। এই টেনিস তারকা জানান, কয়েক মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে।
একই সঙ্গে বিবৃতিতে শোয়েবকে নতুন জীবনে শুভকামনাও জানিয়েছেন সানিয়া। বিবৃতিতে বলা হয়েছে, ‘শোয়েবের নতুন জীবনে সানিয়া তাকে শুভকামনা জানিয়েছেন।’ একই সঙ্গে বিবৃতিতে বর্তমান পরিস্থিতিতে সানিয়ার ব্যক্তিজীবনের কথা মাথায় রেখে ভক্তদের কোনো জল্পনা-কল্পনা এবং গুঞ্জন থেকে বিরত থাকার অনুরোধও জানানো হয়েছে।
অভিনেত্রী সানা জাভেদ নামে এক পাকিস্তানি অভিনেত্রীকে বিয়ে করেছেন মালিক। সামাজিকমাধ্যমে দেওয়া বার্তায় সাবেক অধিনায়ক নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বিয়ের বিষয়টি জানাতে গিয়ে সানা এবং নিজের বিয়ের একটি ছবি পোস্ট করেছেন মালিক।
