বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রফতানিকারক অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) এর তথ্য মতে, বর্তমানে দেশের রপ্তানি বাণিজ্যে প্লাস্টিক পণ্যের অবস্থান ১২তম। গত ২০২১-২০২২ অর্থবছরে ১৬ কোটি ৬২ লাখ মার্কিন ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়। আর গত ২০২২-২০২৩ অর্থবছরে ২০ কোটি ৯৮ লাখ ডলারের প্লাস্টিক পণ্য রপ্তানি হয়েছে। অর্থাৎ এক বছরে প্লাস্টিক রপ্তানি বেড়েছে ২৬ দশমিক ২৩ শতাংশ।
বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের ১২৬টি দেশে বাংলাদেশে তৈরি প্লাস্টিক পণ্য রপ্তানি হচ্ছে।
বিপিজিএমইএ এর সূত্রে জানা যায়, প্লাস্টিক খাতে বর্তমানে সারা দেশে প্রায় সাড়ে ৫ হাজার ৩০টি মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম চলমান রয়েছে। অভ্যন্তরীণভাবে দেশে বর্তমানে প্রায় ৪০ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্য উৎপাদন ও বিক্রি হচ্ছে। এ খাতের মাধ্যমে ১২ লাখের বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে। বর্তমানে দেশে অ্যাসোসিয়েশনের সদস্য সংখ্যা ২ হাজার ৩০০ ছাড়িয়েছে।
