সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫

দেশের ক্রিকেট নিয়ে অভিমানে যা বললেন মাশরাফি

দেশের ক্রিকেট নিয়ে অভিমানে যা বললেন মাশরাফি

বিপিএল শুরুর দিন কয়েক আগে বিপিএল অনুশীলনে যোগ দেন মাশরাফি। তারপরও তার ফিটনেস নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। তবে সেই সীমাবদ্ধতা ছাড়িয়ে এখনও পর্যন্ত সিলেট স্ট্রাইকার্সের সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি। তবে বল হাতে খুব ব্যর্থ তিনি। ফলে অনেকেই একাদশে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তুলছে।

কুমিল্লার বিপক্ষে হারের পর তিনি বলেন, 'মাশরাফি এখন বাংলাদেশ ক্রিকেটের কিছু না, আপনাদের চিন্তা করতে হবে। বাংলাদেশ ক্রিকেটে যারা আগামী দশ বছর সার্ভিস দিবে, তাদের নিয়ে ভাবুন। মানুষ যা খায়, সেগুলো খাওয়ালে হবে না। বাংলাদেশ ক্রিকেট কীভাবে উন্নতি হবে, সেটা নিয়ে ভাবতে হবে। সেগুলোই মানুষকে জানাতে হবে।'

এক প্রশ্নের উত্তরে মাশরাফি বলেন, 'এগুলো নিয়ে চিন্তা করার সময় এখন নেই। গত দুই ম্যাচ বোলিংই করিনি বলতে গেলে। আমি যেহেতু খেলছি, এভাবেই খেলতে হবে। আলোচনা তো পারফরম্যান্স খারাপ করলে হবেই। আমার কাজ যেহেতু বোলিং করা, বোলিং খারাপ করলে মাথায় নিতে হয়।'