মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

নোয়াখালী: স্ত্রীর গলাকাটা মরদেহের পাশে ফ্যানে স্বামীর ফাঁস

নোয়াখালী: স্ত্রীর গলাকাটা মরদেহের পাশে ফ্যানে স্বামীর ফাঁস

নোয়াখালীর জেলা শহরে একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শহরে বসুন্ধরা কলোনির কচি ডাক্তারের বাসার দোতলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকাল ৯টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 

নিহতরা হলেন–মেহেদি হাসান শুভ (২২) ও তাঁর স্ত্রী তামান্না ইসলাম (১৬)।

পুলিশ জানিয়েছে, সোমবার সকাল ৭টার দিকে এই হত্যাকাণ্ড হয়। ধারণা করা হচ্ছে, স্বামী তাঁর স্ত্রীর গলাকেটে হত্যা করেন। এরপর নিজেই গলায় ফাঁস দেন। স্থানীয় বাসিন্দাদের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় বিছানায় স্ত্রীর গলাকাটা মরদেহ পাওয়া যায়। তার পাশেই হত্যায় ব্যবহৃত একটি বটি পড়ে থাকতে দেখা যায়। এছাড়াও বিছানার ওপরে থাকা ফ্যানের সঙ্গে স্বামীর মরদেহ ঝুলতে দেখা যায়।

জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’