মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

সাকিব দ্রুতই সমস্যা কাটিয়ে উঠবে আশা আকরামের

সাকিব দ্রুতই সমস্যা কাটিয়ে উঠবে আশা আকরামের

চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। তবে সাকিব দ্রুতই এই সমস্যা সারিয়ে তুলবেন বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। বিসিবি থেকে সাকিবের চিকিৎসায় সব ধরনের চেষ্টার আশ্বাসও দিয়েছেন আকরাম।

প্রভাবশালী এই বোর্ড পরিচালক বলেন, সাকিব তো আমাদের সেরা খেলোয়াড়। ও থাকলে দলের শক্তি অনেক বেড়ে যায়। দোয়া করছি, ওর যে সমস্যা হয়েছে যেন সেরে যায়।

গত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব। বল দেখতে অসুবিধা হওয়ায় ব্যাটিংয়ে সুবিধা করতে পারছেন না। বিপিএলে ব্যাট হাতে নামছেন না সাকিব। এমন পরিস্থিতিতে অনুমিতভাবেই উদ্বিগ্ন দেশের ক্রিকেট অঙ্গন।

সাকিবের এত দীর্ঘ ক্যারিয়ারে এমন চোট বা অসুস্থতা স্বাভাবিক, মনে করেন আকরাম। তবে সাবেক এই ক্রিকেটারের আশা, সাকিব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

আকরাম বলেন, স্বাভাবিক, এত লম্বা ক্যারিয়ার, সমস্যা হবেই। ইনশাআল্লাহ এখান থেকে বের হয়ে আসতে পারবে। ওর যে চিকিৎসা দরকার, সেরা চিকিৎসাই ইনশাআল্লাহ আমরা করাব। দোয়া করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক।