বই আড্ডার আয়োজন করেছে ইউনিভার্সিটি প্রেস লিমিটেড। আগামী শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর ফার্মগেটস্থ ইউনির্ভাসিটি প্রেস লিমিটেডের প্রধান কার্যালয়ে এ বই আড্ডা অনুষ্ঠিত হবে। কৃষি অর্থনীতিবিদ ও গবেষক অধ্যাপক ড. এম. এ. সাত্তার মণ্ডল সম্পাদিত 'বাংলাদেশের কৃষি অর্থনীতি: বিষয় ও বিশ্লেষণ' বই নিয়ে এ আড্ডা ও আলোচনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্ণর ও এমিরেটাস অধ্যাপক আতিউর রহমান, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিজানুল হক কাজল এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাসনীন জাহান।
জানা গেছে, 'বাংলাদেশের কৃষি অর্থনীতি: বিষয় ও বিশ্লেষণ' গ্রন্থটি বাংলাদেশে কৃষির উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এম এ সাত্তার মন্ডলের সুনির্বাচিত সংকলন। বইটিতে কৃষি অর্থনীতি শিক্ষার ইতিহাস, পাঠ্যক্রমের ক্রমবিকাশ ও গবেষণার সুযোগ সম্পর্কে তথ্যনির্ভর আলোচনা করা হয়েছে। একই সাথে বাণিজ্যিক কৃষির আলোচনায় প্রাণিসম্পদ, মৎস্য, ডেয়রি, ধানের সঙ্গে মাছের চাষ, কৃষি সুরক্ষা, সেচ ও সৌরশক্তি ইত্যাদির প্রসঙ্গে মাঠ পর্যায়ের গবেষণাভিত্তিক বিশ্লেষণও তুলে ধরা হয়েছে।
