ইউরোপীয় ক্লাব ফুটবলের শীতকালীন দলবদল শুরু হয়ে গেছে । মৌসুমের মাঝপথে ঘাটতি দূর করে দলের শক্তি বাড়াতে স্কোয়াড পুনর্গঠনের কাজ করবে দলগুলো। চুক্তির শেষ মৌসুমে থাকা খেলোয়াড়দের সঙ্গে এখন আলোচনা করতে কোনো বাঁধা নেই। তাদের অনেকেই থেকে যাবেন নতুন চুক্তি করে। আবার কেউ পাড়ি জমাবেন নতুন ঠিকানায়। ভবিষ্যতের তারকা খুঁজে পেতে উদীয়মান ও তরুণ প্রতিভাদের দিকেও হাত বাড়াবে দলগুলো।
ইংলিশ প্রিমিয়ার লিগ, জার্মান বুন্ডেসলিগা ও ফরাসি লিগ ওয়ানের দলবদল ১ জানুয়ারি শুরু হয়ে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের অপর দুটি লিগ স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি আর দলবদল ২ জানুয়ারি থেকে চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।
ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়ানের সংবাদ অনুযায়ী, কিলিয়ান এমবাপেকে চুক্তিবদ্ধ করার জন্য লিভারপুলকে অন্যতম ফেভারিট হিসাবে বিবেচনা করছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাবে তার। তবে এই মাসে অন্য ক্লাবে চুক্তিবদ্ধ হতে পারবেন ২৫ বছর বয়সী এই তারকা। এছাড়া রিয়াল মাদ্রিদও ফরাসি তারকার জন্য অন্যতম ফেভারিট প্রতি মৌসুমে ১৩০ মিলিয়ন ইউরো মজুরি দিতে প্রস্তুত ক্লাবটি।
