রবিবার, ডিসেম্বর ১৪, ২০২৫

যুদ্ধবিরতি নিয়ে সোচ্চার হিলারি

যুদ্ধবিরতি নিয়ে সোচ্চার হিলারি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিশ্বাসযোগ্য নেতা নন বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও ফার্স্টলেডি হিলারি ক্লিনটন। তিনি বলেন, নেতানিয়াহুর উচিত ক্ষমতা ছেড়ে দেওয়া।

বুধবার নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করা হলে সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী এবং ফার্স্টলেডি এসব কথা বলেন।

হিলারি বলেন, আমি মনে করি বাইডেন তার অবস্থান থেকে যা করতে পারতেন তার সব কিছুই করেছেন। ৭ অক্টোবরের পর ইসরাইলি জনগণের বৈধ উদ্বেগের প্রতিক্রিয়া ও মিত্র হিসেবে ইসরাইলের জন্য যা যা করার তা করেছেন। একটি সন্ত্রাসী সংগঠনের হামলার মুখে তিনি ইসরাইলের সঙ্গেই ছিলেন।

তিনি বলেন, নেতানিয়াহুকে ক্ষমতা ছাড়তে হবে। তিনি বিশ্বাসযোগ্য নেতা নন। তার চোখের সামনেই (৭ অক্টোবর) হামলার ঘটনা ঘটেছে। তাকে সরে যেতে হবে।