শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪

পাকিস্তানের খায়বারে জঙ্গি হামলা, ৭ সেনা নিহত

পাকিস্তানের খায়বারে জঙ্গি হামলা, ৭ সেনা নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় পৃথক দুই জঙ্গি হামলায় নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত ও আরও দুজন আহত হয়েছেন।

শনিবার জেলাটির দত্ত খেল তহশিলের হাসান খেল এলাকা এবং মীর আলি শহরের সীমান এলাকায় এ দুটি হামলার ঘটনা ঘটে। খবর পাকিস্তানি গণমাধ্যম ডনের।

ডনের প্রতিবেদনে বলা হয়, প্রথম হামলার ঘটনাটি ঘটেছে হাসান খেলে। সেখানে নিরাপত্তা বাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণের পর জঙ্গিরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

এর ফলে ঘটনাস্থলেই নিরাপত্তা বাহিনীর পাঁচ সদস্য নিহত ও আরও দুজন গুরুতর আহত হন।

অপর ঘটনায় জঙ্গিরা সীমান এলাকার একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায়। তাদের হামলায় এখানে নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত হন।

নিহত নিরাপত্তা সদস্যদের লাশ ও আহতদের হেলিকপ্টারযোগে বান্নুর সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হামলার পর দুটি স্থানই নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘিরে ফেলে ও এলাকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করে।